Advanced search options

Or


Any Questions? 8481800413

এই গরমে বাংলায় আসছে 'তেঁতো'

ভরপুর থ্রিলারে মোড়া একেবারে ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছেন পরিচালক স্বর্ণ শিখর। ছবির নাম 'তেঁতো'। এই ছবিতে প্রথম বার একসাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা তেজ ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-কে। তেজ ও সুদীপ্তা ছাড়াও ছবিতে অভিনয় করছেন অভিনেতা রাজেশ শর্মা, দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুনাভ দত্ত, অয়ন মুখার্জি প্রমুখ। ছবির শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলের মনোরম পরিবেশে। ছবিতে রাজেশ শর্মাকে দেখা যাবে কুনাল- এর চরিত্রে, অন্যদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-কে দেখা যাবে 'মিমি' নামে পুরোপুরি ভিন্ন রকমের এক চরিত্রে, জ্যোতির্ময়-এর জীবনের এক বিশেষ মানুষ তিনি। অভিনেতা তেজ-কে দেখা যাবে জ্যোতির চরিত্রে। চুপচাপ ও শান্ত স্বভাবের জ্যোতির্ময়-এর জীবনে রয়েছে এক তীব্র মানসিক সমস্যা থেকে মোকাবিলা করার লড়াই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান "এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সাথে মিল খুজে পাবে। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে চলেছে, সেগুলো ফুটে উঠেছে এই ছবিতে"। অভিনেতা তেজ জানান "অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সাথে কাজ করার দারুন অভিজ্ঞতা। আমার চরিত্রে অনেক গুলো ধাপ রয়েছে। একজন ছেলের জীবনে কত কিছু সম্মুখীন হতে হয়, তার প্রতিচ্ছবি এই সিনেমা। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে"। অভিনেতা রাজেশ শর্মা জানান " পরিচালক স্বর্ণ শিখর এর সাথে কাজের দারুন অভিজ্ঞতা। ছবির গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। খুন, প্রেম, জীবনের নানা গল্প ফুটে উঠবে এই ছবিতে"। সম্পর্কের টানাপোড়েনে কোনদিকে যাবে ছবির মোড়! সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।