Advanced search options

Or


Any Questions? 8481800413

কালার্স বাংলায় চলছে আরও এক চমক

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফেরারি মন’-এ চলছে একের পর এক চমক। যদিও দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকটি একের পর এক চমকের দ্বারা দর্শকদের মন জয় করে চলেছে। এই মুহূর্তে 'ফেরারি মন'-এর নতুন চমক হল তুলসীর আইএএস অফিসার হিসেবে স্বপ্নপূরণ ও অগ্নির যুবনেতা হিসেবে রাজনীতিতে প্রবেশ। তবে তুলসীর এই আইএএস হওয়ার সিদ্ধান্তে মোটেও খুশি নয় অগ্নি। এক নির্বাচনী প্রচারের সময় তুলসীর শ্বশুর তথা শ্রদ্ধেয় রাজনীতিবিদ হৃষিকেশের ওপর হওয়া হামলার প্রতিশোধ নিতে যুবনেতা হিসেবে রাজনীতির রাজ্যে প্রবেশ করে অগ্নি। তুলসী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে, এই ধরনের দায়িত্ব নেওয়ার জন্য অগ্নি এখনো প্রস্তুত নয়। পাল্টা জবাবে অগ্নি তাকে মনে করিয়ে দেয় যে, আইএএস প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়ার সময় তুলসী তার সাথে কোনো পরামর্শ করেনি। এইভাবে তারা তাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকে এবং তাদের মধ্যে মান-অভিমান চলতেই থাকে। দু'বছর পর তুলসী ফিরে আসে আইএএস অফিসার হয়ে এবং যুবনেতা হিসাবে রাজনীতির মঞ্চে অগ্নির আত্মপ্রকাশ ঘটে। অন্যদিকে জেলবন্দি পরমা হয়ে উঠেছে মোহিনি মা। তবে তুলসী-অগ্নির জীবনে পরমা কি সত্যি শুভাকাঙ্ক্ষী হয়ে ফিরে আসবে? নাকি এই মোহিনি মা হওয়ার পিছনে রয়েছে তার আরও বড় কোনো ষড়যন্ত্র? বিরোধপূর্ণ পেশা এবং মতাদর্শ থাকা সত্ত্বেও তুলসী-অগ্নির ভালবাসা কি পারবে তাদের মধ্যে সৃষ্টি হওয়া ফাটল মেরামত করতে? জানতে হলে অবশ্যই দেখতে হবে 'ফেরারি মন', সোম থেকে রবি, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শুধুমাত্র কালার্স বাংলায়।