Advanced search options

Or


Any Questions? 8481800413

'সোহাগ চাঁদে' কঙ্কাল-কান্ড!

রহস্য ক্রমশ গভীর হচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল 'সোহাগ চাঁদ'-এ। হরিপুরের বিধায়ক দুর্যোধন মন্ডল, নক্কারজনক কাজে যার জুড়ি মেলা ভার, মানুষের সুযোগ নিয়ে প্রতারণা করা যার একমাত্র লক্ষ্য, এমনকি দুর্যোধন চাঁদের বাড়িও বাজেয়াপ্ত করে। দুর্যোধনের কবল থেকে বাড়ি ছাড়ানোর জন্য সোহাগ-চাঁদ দুর্যোধনের বিষয়ে তদন্ত শুরু করে। এই তদন্তে উঠে আসে কাবেরি মন্ডলের মৃত্যু-রহস্য। কিন্তু কে এই কাবেরি মন্ডল? আর তার সাথে দুর্যোধনেরই বা কি সম্পর্ক? দুর্যোধনের কীর্তি-কলাপ নিয়ে তদন্ত শুরু করলে তাদের হাতে আসে একটা মোক্ষম অস্ত্র, যেটা কিনা আবার দুর্যোধনের অতীতের সাথে যুক্ত। শোনা যায়, দুর্যোধন নাকি তার প্রথম স্ত্রী-কে খুন করেছিলেন। এক কথায় বলা যায়, শাপে বর হয় যখন বিধায়ক দুর্যোধনের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে পাওয়া যায় একটি কঙ্কাল! কিন্তু এই কঙ্কালটি আসলে কার? এই কঙ্কাল-ই কি পারবে দুর্যোধনের পাপের যবনিকা উন্মোচন করতে? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়, 'সোহাগ চাঁদ'-এ।