Advanced search options
'রামকৃষ্ণা' তে একের পর এক নতুন চমক



কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল 'রামকৃষ্ণা' তে চলছে কিছু চূড়ান্ত পর্ব। একদিকে কৃষ্ণার চোখের অস্ত্র প্রচারের খরচ যোগাড় করতে রামের মরিয়া ছুটেছুটি। অন্যদিকে আখিয়া - বিক্রমের এনগেজমেন্ট এর সময় দেবজ্যোতির গাড়িতে বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণের পরে শুরু হয় বিশৃঙ্খলার। ঘটনার পিছনে আসল মাস্টারমাইন্ড যদিও রোহিনী, যে দৃষ্টিহীন কৃষ্ণার কাছে বিস্ফোরণের রেকর্ডিং চালিয়ে তার মনে বাড়িয়ে তোলে আরো ভয় ও ভীতি, তারপর খুব তাৎপর্যপূর্ন ভাবে ইঙ্গিত দেয় যে, রাম তার পরবর্তী শিকার। ঘটনাটা কৃষ্ণাকে প্রচন্ড বিচলিত করে ভিতর থেকে, আর তার সাথেই আসে রোহিনীর আরেকটি প্রতারণা মূলক চুক্তির প্রস্তাব - রামের নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে যে, এখনই বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করলে রক্ষা পাবে রামের জীবন। এত বিশৃঙ্খলার মধ্যে ডাক্তার কৃষ্ণার চোখের অস্ত্র প্রচারের প্রচুর খরচের একটা হিসাব দেন। কৃষ্ণা নিজের টাকা ব্যবহার করার প্রস্তাব দেয়। অর্ঘ্য তাদের বাড়ি বিক্রি করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও রোহিনী জোর দিয়ে বলে যে, রাম টাকার যোগাড় করছে; কৃষ্ণার স্বামী হিসেবে রাম বাধ্য অর্থ খুঁজে দিতে কিন্তু কিভাবে তা হবে এটা নিশ্চিত নয়। অন্যদিকে রোহিনী আর রাজনের পরিকল্পনার শুরু হয় যখন রাম নিজের কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে একটি কথোপকথন শোনে এবং কৃষ্ণার অস্ত্রপ্রচারের জন্য নিজের কিডনি বিক্রি করার কথা বিবেচনা করে। কৃষ্ণার দ্রুত আরোগ্য কামনায় বাড়িতে শক্তিপুজোর ঘোষণা করে শ্বশুর নারায়ন। এত বাধা বিপত্তি কাটিয়ে কৃষ্ণা কি ফিরে পাবে তার দৃষ্টিশক্তি, রাম কি পারবে রোহিণীর অশুভ চক্রান্ত উন্মোচন করতে। জানতে হলে দেখতে হবে 'রামকৃষ্ণা' , প্রতিদিন রাত আটটায় কেবলমাত্র কালার্স বাংলা টিভি চ্যানেলে।।