Advanced search options
শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'উগ্ৰ'

গত ১৪ই ফেব্রুয়ারি বুধবার ভ্যালেন্টাইন্স ডের দিন প্রকাশ পেল 'উগ্র' সিনেমার টিজার । টিজার মানেই এক ঝলক , এক ঝলক দেখে যেমন মন ভরে না কোনো ভালো কিছুর ; ঠিক তেমনই এই 'উগ্র' সিনেমার টিজার দেখে মন ভরছিল না। টিজার দেখে যেটুকু বোঝা গেল গল্পটা একটি কলেজকেন্দ্রিক গল্প, আর কলেজ মানেই তো লুকিয়ে প্রেম, ছাত্র রাজনীতি, একে অপরকে ছাপিয়ে যাওয়ার অদম্য লড়াই। 'উগ্র' সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা জয় ব্যানার্জি, জাকির হোসেন (জিকো), সুসান সাহা , অরিজিত ধীবর, অয়ন বোস , প্রীতম দাস এবং অভিনেত্রী জীনা নন্দী, নয়নিকা সরকার, অরুনিমা পাল। একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রজতাভ দত্ত। পরিচালক প্রীতম দত্তের 'উগ্র' সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তীর্থঙ্কর রায়; সিনেমাটোগ্রাফার প্রমিত দাস; আর্ট ডিরেকশন দিয়েছেন মধুরিমা সিংহ ও তার সহকারী আকাশ সরকার প্রমুখ কলা কুশলীরা। টিজার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক প্রীতম দত্তের সাথে কথা বলে জানা যায়, এই সিনেমা এবং পরিচালক দুই-ই দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির দ্বারা অনুপ্রাণিত। এস এস রাজামৌলির সেই বিখ্যাত কথা " When I am going to a movie, I would like to see larger than life characters, larger than life situations, larger than life drama, " প্রভাব দেখা যাবে এই 'উগ্র' সিনেমায়। বিগত দু'বছর ধরে উগ্র সিনেমার চিত্রনাট্য নিয়ে চলেছে কাটাছেড়া এবং তার চিত্রায়ন। সদ্যই শেষ হয়েছে সিনেমার গানের রেকর্ডিং এবং ভয়েস ডাবিং। শীঘ্রই মুক্তি পাবে পরিচালক প্রীতম দত্ত পরিচালিত সিনেমা 'উগ্র'।