Advanced search options
কালারস বাংলার ভ্যালেন্টাইনস উইক সেলিব্রেশন



১১ থেকে ১৭ ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহে থাকছে কালারস বাংলার বিশেষ ভ্যালেন্টাইনস উইক ইভেন্ট, "লাভ কাল পরশু"। সোহাগ চাঁদ, রাম কৃষ্ণা, ফেরারি মন, টুম্পা অটোওয়ালী সবকটি ধারাবাহিকেই থাকছে এক অজানা ভালোবাসার ছোঁয়া। কারণ এবার ১৪ ই ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন ডে অন্য দিকে বাঙালির ভালোবাসার দিন সরস্বতী পূজা । তাই হলুদ শাড়ি পড়ে ভালোবাসা নিবেদন হোক কিংবা সারপ্রাইজ ভ্যালেন্টাইন পার্টি সবই থাকছে এই সপ্তাহের কালারস বাংলার বিশেষ ভ্যালেন্টাইনস উইক ইভেন্ট,"লাভ কাল পরশু"তে।
তাই মন নেওয়া হোক আর দেওয়া, চোখ রাখুন কালারস বাংলায় ভ্যালেন্টাইনস উইক ইভেন্টে।