Advanced search options

Or


Any Questions? 8481800413

আসছে 'প্রেমে পড়া বারণ'(Preme pora baron)

শীঘ্রই আসতে চলেছে আড্ডা টাইমস-এর(Adda times) নতুন ওয়েব সিরিজ রনো এবং মিতুলের এক অন্যরকম প্রেমের গল্প - 'প্রেমে পড়া বারণ'(Preme pora baron)। গত ২৫ শে জানুয়ারি, সোল দ্য স্কাই লাউঞ্জে, রাজ চক্রবর্তীর উপস্থিতিতে প্রকাশ পেয়েছে 'প্রেমে পড়া বারণ'-এর(Preme pora baron) ফাস্ট লুক। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় ও রনোর চরিত্রে অনিন্দ্য সেনগুপ্ত, এছাড়াও রয়েছেন আরও অনেকে। অরিজিৎ চক্রবর্তী দ্বারা পরিচালিত- 'প্রেমে পড়া বারণ'(Preme pora baron) এক অন্যরকম প্রেমের সম্পর্কের ঝলক প্রদান করে, যা সামাজিক রীতিনীতি, হিংসা, বর্ণ, জাতীয়তা এবং ধর্মকে অতিক্রম করে। ট্রেলারে দেখা যায় অল্পতেই রেগে যায় রন, রেগে গেলে ঠিক ভুলের বিচার করতে পারে না, অন্যদিকে মিতুল শান্ত স্বভাবের। এক সরস্বতী পুজোর দিনে মিতুলকে এক দেখাতেই পছন্দ হয়ে যায় রনোর। প্রথমদিকে কিছু বলতে না পারলেও বেশিদিন মিতুলের থেকে দূরে থাকতে পারেনা। সামাজিক বিধিনিষেধ তাদের প্রেমকে নিয়ে যায় এক অজানা পথে। বিচ্ছেদ কল্পনাতীত হয়ে ওঠে তাদের মধ্যে; সমাজের বেড়াজাল, আরোপিত বিধি নিষেধ, ধর্মের মারামারি আরো অনেক কিছু ভেঙে দিতে চায় দুজনের সম্পর্কটাকে। সামাজিক বাধা অতিক্রম করে তাদের ভালবাসা কি পূর্ণতা পাবে?

জানতে গেলে অবশ্যই দেখতে হবে 'প্রেমে পড়া বারণ'(Preme pora baron) কেবলমাত্র আড্ডা টাইমস(Adda times) ওটিটি(OTT) প্লাটফর্মে, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভালবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে।