Advanced search options
ফুটবলে নয়া নজির

শনিবার অর্থাৎ ২৯ জুলাই, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরক্কোর মহিলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় নোহাইলা বেনজিনা মাঠে নামেন হিজাব পরে। পুরুষ বা নারীদের বিশ্বকাপ মিলিয়ে এমন ঘটনা এই প্রথম ঘটল। ফিফার (FIFA) নিয়ম অনুযায়ী, ধর্মীয় কারণেও মাথা ঢেকে মাঠে নামা যেত না। ফুটবলারদের স্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম ছিল। ২০১৪ সালে এই নিয়ম প্রত্যাহার করে নেয় ফিফা। ফলে হিজাব পরে খেলার ক্ষেত্রে এখন আরও কোনও বাধা নেই। হিজাব পরে মাঠে নামায় বেনজিনার প্রশংসা করেছেন মুসলিম উইমেন ইন স্পোর্টস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতাসহ বেনজিনার সতীর্থেরাও।