Advanced search options

Or


Any Questions? 8481800413

প্রয়াত ওস্তাদ রশিদ খান

কিংবদন্তী গায়ক এনায়েত হুসেন খানের বংশধর ওস্তাদ রশিদ খান আজ বিকেল ৩-টে ৪৫-মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর, আগেই তাঁর প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। গত নভেম্বর মাস থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু আজ ভোরে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে সন্ধে ৬-টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা থাকবে। এছাড়া আগামীকাল সকাল ৯-টা থেকে রবীন্দ্র সদনে তাঁর নশ্বর দেহ রাখা থাকবে যেখানে গুণীজনরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন এবং দুপুর ১-টায় গান স্যালুট দেওয়ার পর টালিগঞ্জে কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। ৫৬ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী পদ্মশ্রী,পদ্মভূষণ সম্মানে ভূষিত হওয়ার পাশাপাশি ২০০৬ সালে তাঁকে সঙ্গীত-নাটক অ্যাকাডেমী পুরস্কার দেওয়া হয়। রামপুর-সাহাস্বান ঘরানার এই সংগীতশিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।