Advanced search options
আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সভা কলকাতায়


অভিন্ন দেওয়ানী বিধির বিরোধিতা, নতুন বন সংরক্ষণ অধিনিয়ম বাতিল, আদিবাসী মানুষের জল, জঙ্গলের সম্পূর্ণ অধিকারের দাবিতে আদিবাসী সংগঠন ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন আজ কলকাতায় সভা করে। ধর্মতলার ওয়াই চ্যানেলে ঐতিহাসিক উলুগুলান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ওই সভায়, সরকারি চাকরিতে উচ্চপদে আদিবাসীদের নিয়োগ, তাঁদের ওপর সবরকমের দমন-পীড়ন রোধের দাবি জানানো হয়।