Advanced search options

Or


Any Questions? 8481800413

ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার অর্থাৎ আজ সকালে জাদুঘর কর্তৃপক্ষকে মেল করে বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন। সেই মেলে বলা হয়, জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই জাদুঘর খালি করে বম্ব স্কোয়াডের সাহায্যে চলছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত বোমার কোনো হদিস পাওয়া যায়নি। তবে, কোনও জিনিসের আড়ালে বোমা রয়েছে কি না , সেটাও ভাবাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষকে।