Advanced search options
মুক্তি পেল 'তোমাদের অনুরোধে'



আজ অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর 'রাগা মিউজিক'-এর পক্ষ থেকে কলকাতার প্রেস ক্লাবে প্রকাশিত হল গীতিকার সুব্রত ঘোষাল-এর ৮ টি ও সুষমা ঘোষাল-এর ২ টি গানের কথা, সুর ও পরিচালনায় এবং মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে ১০ টি গানে সুসজ্জিত নতুন বাংলা মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'। যেখানে উপস্থিত ছিলেন প্রেমকুমার গুপ্তা, ইন্দ্রাণী সেন, সুমিত্রা খাসনবিশ, রাজন্যা হালদার, অভিনেত্রী ঋত্বিকা সেন, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকী, পণ্ডিত স্বপন সেন, সুব্রত ঘোষাল, সুষমা ঘোষাল ও সতীনাথ মুখার্জি-র মতো গুণীজনেরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী তাঁর বর্ণময় জীবনে বেতার ও দূরদর্শনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভাতেও সঙ্গীত পরিবেশন করেছেন।