Advanced search options
এশিয়া কাপে বৃষ্টির সম্ভাবনা

গত ৩০শে অগাস্ট থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের সময় ৯৪ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন না থাকায় শনিবার খেলা না হলে, পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলে আম্পায়ারেরা মাঠ আদৌ খেলার উপযুক্ত কিনা,তা পরীক্ষা করে অনুমতি দিলে তবেই খেলা শুরু করা যাবে। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের এবং ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে রানের লক্ষ্যও পাল্টে যাবে।