Advanced search options
আজ প্রকাশ পেতে পারে বিরোধী জোটের লোগো

আজ থেকে শুরু হবে মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়া'র তৃতীয় বৈঠক। ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলের নেতা, মন্ত্রীরা হাজির হতে শুরু করেছেন মুম্বইয়ে, দুইদিনব্যাপী এই মেগা বৈঠকে । আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়বে ইন্ডিয়া। এই জোটের প্রথম বৈঠক হয়েছিল পটনায়। যোগ দিয়েছিল ১৬টি বিরোধী দল। বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে ২৬টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এবার মুম্বইয়ের বৈঠকে আরও একটি নতুন দল যোগ দিতে চলেছে বলেই জল্পনা। অর্থাৎ মোট ২৭টি বিরোধী দল ইন্ডিয়া জোটের দুইদিনব্যাপী বৈঠকে যোগ দেবে। আজ ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে প্রকাশ্যে আসতে পারে বিরোধী জোট INDIA ( Indian National Developmental Inclusive Alliance ) লোগো। পাশাপাশি কো-অর্ডিনেশন কমিটি গঠন, নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা, জয়েন্ট অ্যাকশন কমিটি, বিরোধী জোটের জন্য ৫ থেকে ১০ জন মুখপাত্র নির্বাচন, এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এই জোটের সদস্যরা।