Advanced search options
ডুরান্ড কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল

সেমিফাইনালে ৭৬ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্য জয় টাইব্রেকারে। দীর্ঘদিন পর ইস্টবেঙ্গল আবার ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল। ম্যাচের ৯৭ মিনিটে নন্দকুমারের করা পেনাল্টি গোলে সমতায় ফিরে খেলার ভাগ্য টাইব্রেকার নিয়ে যায় লাল হলুদ শিবির। তারপর টাইব্রেকারে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে জিতিয়ে ( ৫ -৩ ) নায়ক লাল হলুদ গোলকিপার প্রভসুখন সিং গিল। রবিবার ডুরান্ডের ফাইনালে এবার মোহনবাগানের অপেক্ষায় ইস্টবেঙ্গল। যদিও তার আগে আগামিকাল, বুধবার সেমিফাইনালে এফসি গোয়াকে হারাতে হবে মোহানবাগানকে।
.@eastbengal_fc are into the finals of the #132ndEditionofIndianOilDurandCup after a tensed penalty shootout!#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #SemiFinals #NEUFCEEBFC pic.twitter.com/VWux6TIqzo
— Durand Cup (@thedurandcup) August 29, 2023