Advanced search options
অবশেষে কমল ঘরোয়া রান্নার গ্যাসের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রান্নার গ্যাসের দাম কমালেন ২০০ টাকা (LPG Cylinder Price Cut)। রাখিতে (Raksha Bandhan 2023) দেশের বোনদের জন্যে এই উপহারের বন্দোবস্ত সেরে ফেলেছেন মোদী। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এলপিসি সিলিন্ডারের (LPG Cylinder) দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সুখবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, দেশের ৩৩ কোটি এলপিজি ব্যবহারকারীর জন্যে দাম ২০০ টাকা কমিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছে তাঁদের জন্যে রয়েছে বাড়তি সুখবর। বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা রান্নার গ্যাসে ২০০ টাকা করে ভর্তুকি পান। অর্থাৎ ১১২৯ টাকা দিয়ে গ্যাস বুকিংয়ের পরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০ টাকা করে জমা পড়ত। এবার সেই ভর্তুকির টাকা ২০০ থেকে বেড়ে হয়েছে ৪০০। অর্থাৎ রাখির উপহার হিসাবে এবার থেকে ভর্তুকি হিসাবে জমা পড়বে ৪০০ টাকা। অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটারে মমতা লিখেছেন " এখন পর্যন্ত আমরা গত মাসে (INDIA বিরোধী জোট) শুধু দুটো বৈঠক করেছি আর তাতেই আজকে গ্যাসের দাম কমে গেল। এটাই হল INDIA-র দম।"
सिलेण्डर सस्ता हुआ फिर एक बार,
— Anurag Thakur (@ianuragthakur) August 29, 2023
राखी पर बहनों को मोदी सरकार का उपहार।
*देश के सभी उपभोक्ताओं के लिए गैस सिलेण्डर ₹ 200 सस्ता* pic.twitter.com/JJ0lOLw6de
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
ये है #INDIA का दम!