Advanced search options

Or


Any Questions? 8481800413

নদিয়ার রানাঘাটে ভয়াবহ চিত্র

প্রকাশ্যে দিবালোকে বন্দুক হাতে দাপিয়ে বেরাচ্ছে দুষ্কৃতীরা। সামাজিক মাধ্যমে ( social media ) এখন ভাইরাল রানাঘাট শুটআউটের ভিডিয়ো। ভরদুপুরে একই সংস্থার ২ দোকানে ডাকাতি। রানাঘাটে পালানোর সময়ে গুলি চালায় দুষ্কৃতীরা। এই দোকানের প্রায় সব গয়নাই লুঠ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইকও। ভরদুপুরে সোনার গয়না লুঠের পর পালানোর সময়ে গুলি-ও চালাল দুষ্কৃতীরা। মোবাইল ক্যামেরা ধরা পড়া হাড়হিম করা ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনাদের জন্য রইল সেই ভিডিও এর লিংক।