Advanced search options
আবারো বন্যা পরিস্থিতি অসমে

প্রতি বছরই উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বন্যা হয়ে থাকে। চলতি বছরে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় দুই লক্ষ মানুষ এই বন্যায় বিপর্যস্ত। গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। রাজ্যের নানা প্রান্তে ত্রাণশিবির খুলেছে অসম সরকার। এখনও পর্যন্ত ৪৫টি ত্রাণ প্রায় ৫০০ জন সেই শিবিরে আশ্রয় নিয়েছেন। বিপর্যয় মোকাবিলা দল জানিয়েছে, বন্যায় রাজ্যে আট হাজার হেক্টরের বেশি চাষের জমি জলের তলায়। গত কয়েক দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে অসমে। উঁচু এলাকাগুলি থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে নীচের দিকে। তাতেই ফুলেফেঁপে উঠছে একাধিক নদী। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ব্রহ্মপুত্র নদীর জল কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। গুয়াহাটি এবং জোরহাটে ব্রহ্মপুত্রের উপর ফেরি পরিষেবা বন্ধ করতে হয়েছে।