Advanced search options

Or


Any Questions? 8481800413

আবারো চীনের বিতর্কিত ম্যাপ প্রকাশ্যে

চিনের 'স্ট্যান্ডার্ড ম্যাপ' ( Standard Map ) এর ২০২৩-এ সংস্করনে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত ভূ-ভাগগুলিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। চিনের এই ম্যাপ প্রকাশ্যে আসার পরই তার তীব্র বিরোধিতা করেছে ভারত। চিন বরাবার দাবি করে, অরুণাচল প্রদেশ হচ্ছে দক্ষিণ তিব্বতের অংশ । যে দাবি বার বারই খারিজ করে এসেছে ভারত।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বললেন, " চিনের এই দাবি পুরোপুরি খারিজ করছি। অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল । আর ভবিষ্যতেও তাই-ই থাকবে"।