Advanced search options
ক্যানসারে আক্রান্ত হলেন পরিচালক

আগামী ২০শে অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব-এর পরবর্তী ছবি ‘বাঘা যতীন’। এই প্রথম একইসঙ্গে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে দেবের ছবি। এই ছবির পরিচালনা করেছেন পরিচালক অরুণ রায়। তবে ছবি মুক্তির আগে জানা যায় যে পরিচালকের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়েছে। তবে প্রথম স্টেজেই ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তাকে আপাতত কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে তার এই অসুস্থতাকে কাজের পথে বাঁধা হতে দিতে নারাজ, এই কথা জানাল পরিচালক নিজেই।