Advanced search options

Or


Any Questions? 8481800413

জিও এয়ার ফাইবার আত্মপ্রকাশ করতে চলেছে

আগামী ১৯শে সেপ্টেম্বর, গণেশ চতুর্থীতে এয়ার ফাইবার পরিষেবা চালু করছে জিও (Jio)। এমন কথাই জানালেন রিলায়েন্স এন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এয়ারটেল এয়ার ফাইবার তাদের পরিষেবা আগেই শুরু করে দিলেও জিও তাদের এই পরিষেবা এতদিন চালু করেনি। আর তাই ওয়ারলেস ব্রডব্যান্ড পরিষেবায় বিপ্লব আনার লক্ষ্যেই জিও এয়ার ফাইবার আত্মপ্রকাশ করতে চলেছে। এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও টেক্কা দেওয়ার লক্ষ্য মুকেশ আম্বানির। ৫ জি পরিষেবা দেশের বহু মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এয়ার ফাইবার পরিষেবা চালু করতে চলেছেন বলে মুকেশ আম্বানি জানিয়েছেন।