Advanced search options

Or


Any Questions? 8481800413

দত্তপুকুর বিস্ফোরণকান্ডে কাঠগড়ায় পুলিশ-প্রশাসন

দত্তপুকুর বিস্ফোরণকান্ডে প্রশাসনের বোমা তৈরীর বিভিন্ন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে বেআইনি বাজি তৈরির কারখানা খোলা হল, তা নিয়ে প্রশ্ন উঠছেই। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও বেআইনি বাজি কারখানা বন্ধে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। পরিবর্তে বেআইনি বাজি কারখানা কর্তৃপক্ষের কাছে তোলাবাজি করত তারা। এই অভিযোগ খতিয়ে দেখার পরই সাসপেন্ড করা হয় দত্তপুকুর থানার আইসিকে। ক্লোজের পরমধ্যে সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা। তাঁদের দু’জনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে।