Advanced search options
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নতুন বোর্ড গঠনের সময় সরে দাঁড়ালেন নীতা আম্বানি

আজ ২৮ শে আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির অ-নির্বাহী পরিচালক (Non-Executive Directors) হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বোর্ডে নিযুক্ত হলেন ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বোর্ডের তরফ থেকে ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানিকে পরিচালনা পর্ষদে নিয়োগের সুপারিশ করা হয়। প্রসঙ্গত ২০২২ সালে মুকেশ আম্বানির জায়গায় আকাশ আম্বানি (Akash Ambani) রিলায়েন্স জিও ( JIO)-র ডিরেক্টর পদে বসেছিলেন। এবার একেবারে বোর্ডে অ-নির্বাহী পরিচালক নিযুক্ত হলেন তিনি। তবে নতুন বোর্ড গঠনের সময় সরে দাঁড়ালেন নীতা আম্বানি; যদিও তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে কাজ চালিয়ে যাবেন।
খবরটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে।