Advanced search options

Or


Any Questions? 8481800413

নীরজের দেশভক্তি

ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2023) ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতার পর থেকেই প্রশংসিত হচ্ছেন দেশের সোনার ছেলে নীরজ চোপড়া । তবে, এই ঐতিহাসিক এই জয়ের ফলেই নীরজ যে দেশের মানুষের হৃদয় জিতে নিয়েছেন তা নয়, দেশভক্তির জন্যও সবার ভালবাসা কুড়িয়েছেন এই চ্যাম্পিয়ন। বুদাপেস্টে সোনা জেতার পরে হাঙ্গেরির এক ভক্ত ভারতের পতাকায় নীরজের সই চান। দেশের সোনার ছেলে সেই মহিলা ভক্তের অনুরোধে কর্ণপাত করেননি। তবে নীরজ চোপড়া সেই ভক্তকে নিরাশও করেননি। সেই ভক্তের টি শার্টে সই করে দেন ভারতের সোনার ছেলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।