Advanced search options

Or


Any Questions? 8481800413

জল নিয়ে মাঠে বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেননি বিরাট কোহলি।অবশ্য মাঠে উপস্থিত দর্শকদের মূল আকর্ষণ ছিলেন কিং কোহলিই।ভারতীয় ইনিংসের ৩৭ তম ওভার শেষ হওয়ার পরে যুজবেন্দ্র চাহালের সঙ্গে মাঠে নেমে পড়েন তিনি। জল নিয়ে এগিয়ে যান সতীর্থদের দিকে। সেই সময় ব্যাট করছিলেন শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব। তবে এই প্রথমবার নয়, ২০১৭ সালেও এইভাবেই জল নিয়ে যেতে দেখা গিয়েছিল কিং কোহলিকে।