Advanced search options
আবারও খবরের শিরোনামে যাদবপুর

গত শুক্রবার ‘যাদবপুর বাঁচাও’ কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন কর্মী-সমর্থকরা। সেই মিছিল থেকে ‘গোলি মারো’, ‘জুতো মারো’ স্লোগানও ওঠে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে জুতো উঁচিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। তা প্রতিহত করতে পুলিশ এগিয়ে আসলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর।মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন করে না তৃণমূল। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে এই বিষয়ে সুর চড়ান মমতা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।তবে স্লোগান কাণ্ডে এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি।