Advanced search options

Or


Any Questions? 8481800413

ফ্রান্সের স্কুলে বোরখা পরিধানে নিষেধাজ্ঞা

রবিবার একটি ঘোষণা করেছেন ফরাসি শিক্ষামন্ত্রী। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ৪ই সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে। ফ্রান্সে সরকারি স্কুল ও ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে দেশটির যুক্তি হচ্ছে- ধর্মীয় প্রতীক বা নিদর্শনের ব্যবহার ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘন করে। দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ রয়েছে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল দেশটির টেলিভিশন চ্যানেল টিএফওয়ানকে বলেন, 'একটি শ্রেণিকক্ষে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের দিকে তাকিয়েই তাদের ধর্ম শনাক্ত করতে পারার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আর বোরখা পরিধান করা যাবে না।'