Advanced search options
আবারও বাজি বিস্ফোরণে মৃত্যুমিছিল

দত্তপুকুরে বেআইনি বাজির কারখানার আরও এক অংশীদার সামশুল আলির মৃত্যু হয়েছে আজ সোমবার। রবিবার সামশুলের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে আজ সকালে বিস্ফোরণস্থলের পাশে এক পুকুর থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। এর ৫০ মিটার দূরে মৃতদেহের মাথাটি উদ্ধার হয়েছে। বীভৎস বিস্ফোরণের পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল গভীর রাতে মূল অভিযুক্ত কেরামতের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারেই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সোমবার দত্তপুকুরে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।