Advanced search options

Or


Any Questions? 8481800413

কাজের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ

দিল্লির তিমারপুর এলাকার বাসিন্দা ওই মহিলা। বেশ কিছু দিন আগে মহিলার বাড়িতে প্রসাদ নিয়ে যান ওই কন্ডাক্টর। তাঁকে প্রতিশ্রুতি দেন ডিটিসিতে একটা কাজ পাইয়ে দেবেন। দু/’জনের কথোপকথনের মাঝে কন্ডাক্টরকে ঠান্ডা পানীয় খাওয়ার প্রস্তাব দেন মহিলা। তাতে সম্মতিও দেন কন্ডাক্টর। মহিলার দাবি, এর পরই তিনি ঘরের ভিতরে কিছু কাগজপত্র আনতে গিয়েছিলেন। তার পর সেই কাগজপত্র নিয়ে আবার বাইরে আসেন। তার পর ঠান্ডা পানীয় এবং কন্ডাক্টরের আনা সেই প্রসাদ খান। সেগুলি খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। মহিলার অভিযোগ, সেই সুযোগ নিয়ে কন্ডাক্টর তাঁকে ধর্ষণ করেন। শুধু তাই-ই নয়, তাঁর বেশ কিছু ছবি ও ভিডিয়োও করেন। তার পর সেই ছবি এবং ভিডিয়ো পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেছেন। মহিলার আরও অভিযোগ, এই বিষয়টি কন্ডাক্টরের এক বন্ধুকে জানিয়েছিলেন তিনি সেই বন্ধুও ছবি এবং ভিডিয়ো মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করেন। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে যে , চার-পাঁচ জন জড়িয়ে রয়েছেন এই ঘটনায়। কন্ডাক্টরকে গ্রেফতার করা গেলেও বাকিরা পলাতক। ছবি প্রতীকী