Advanced search options

Or


Any Questions? 8481800413

গুগলের অ্যানিমেটেড ডুডল

বিশ্বের বৃহত্তম কোম্পানি গুগল মাঝে মাঝেই তাদের সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় বিভিন্ন এনিমেশন দেখায় ( একে ডুডল বলে ) এবারে তাদের বিষয় ভাবনা ভারতের চন্দ্র অভিযান ৩ এর সফল্য, এই অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে বিক্রম ল্যান্ডার চাঁদের চার পাশে পরিক্রমা করছে এবং অবশেষে দক্ষিণ মেরুতে অবতরণ করছে। তারপর রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চন্দ্র পৃষ্ঠে অন্বেষণ করা শুরু করে। এই অভিযান সফল হওয়ার পর ইসরো যে অভিনন্দন শুভেচ্ছা পেয়েছে সেগুলিকে তুলে ধরেছে এই অ্যানিমেটেড ডুডল। আপনাদের জন্য রইল সেই ডুডল এর এক্স ( টুইটার) লিংক