Advanced search options

Or


Any Questions? 8481800413

আবারো শুরু রাজনৈতিক তরজা

ইডির প্রেস বিজ্ঞপ্তি সামনে আসার পরই অভিষেককে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স ( টুইটার ) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “কারও স্মৃতি আমি একটু তাজা করে দিতে চাই। যিনি প্রায়ই বলে থাকেন, এজেন্সি তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারলে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন। ফাঁসির মঞ্চের দরকার নেই তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে সহযোগিতা করলেই হবে। আশা করি এটাই বিবেক জাগ্রত করার জন্য যথেষ্ট।” বিরোধী দলনেতাকে পালটা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদ কাণ্ডে কাগজে মুড়ে টাকা নেওয়ার শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লিখেছেন, আশা করি কারও বিবেক জাগ্রত করতে এই ছবিই যথেষ্ট। জানতে পারি, আপনি কবে হেঁটে এসেন্সির দপ্তরে পৌঁছে যাবেন? আর এর সাথেই এই উত্তর প্রত্যুত্তরে বঙ্গ রাজনীতিতে যে নতুন তরজা শুরু হয়েছে তা বলাই বাহুল্য।