Advanced search options
ইতিহাস তৈরি করল ভারত

ঘড়ির কাঁটায় যখন ৬টা ৪ ঠিক তখনই তৈরি হল সেই ঐতিহাসিক মুহূর্ত। চাঁদের বুকে বীরদর্পে নেমে পড়ল চন্দ্রযান-৩-এর ল্যান্ডার 'বিক্রম'। গতি কমিয়ে নামানো হয় ল্যান্ডার 'বিক্রম'-কে। আর এই মিশনের মাধ্যমেই বিশ্বের দরবার ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি আরও জোরদার ভাবে সুপ্রতিষ্ঠিত হল। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের পৃষ্ঠে অবতরণে 'বিক্রম'-এর সময় লেগেছে মোটামুটি ১৯ মিনিট। এই ১৯ মিনিটে ধাপে ধাপে তার গতি এবং উচ্চতা কমানো হয়েছে সেটির। এই পর্যায়ে কাজ করেছে একাধিক ক্যামেরা এবং সেন্সর। ইসরো ৫টি ২০ মিনিট থেকে লাইভ সম্প্রচার আরম্ভ করে। অবতরণের প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ইসরোর ইউটিউব চ্য়ানেল ও ফেসবুক পেজে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3