Advanced search options
অ্যান্টি ব়্যাগিং নম্বর ১৮০০ ৩৪৫ ৫৬৭৮

ব়্যাগিংমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলেরই কাম্য। শিক্ষা সাধনায় এসে কোনও পড়ুয়াকে যাতে তিক্ত ও নির্মম অভিজ্ঞতার শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে চালু হলো অ্যান্টি ব়্যাগিং টোল ফ্রি নম্বর। এসবের মধ্যেও কোনও অঘটন ঘটলে, তা রুখতে সবরকম ব্যবস্থাপনা রয়েছে রাজ্য প্রশাসনের হাতে। সেই ব্যববস্থাপনার অধীনেই একটি টোল ফ্রি নম্বর (1800 345 5678) ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব়্যাগিং সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধান করতে সর্বক্ষণ এই নম্বরে যোগাযোগ করা যাবে। গোপন রাখা হবে আবেদনকারীর পরিচয়ও।