Advanced search options
ভুয়ো খবরের জেরে জীবিত ক্রিকেটার হিথ স্ট্রিক মৃত

সাত সকালেই জনপ্রিয় ক্রিকেটার হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ক্রীড়ামহলে। বেলা গড়াতেই জানা যায় সেই খবর সম্পূর্ণ ভুয়ো। আর তাতেই বেজায় চটেছেন হিথ স্ট্রিক। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ। পুরোটাই গুজব ছড়ানো হয়েছিল। এই মিথ্যে খবরটা যারা ছড়িয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনও মানুষের মৃত্যুর খবর দেওয়ার আগে সেটির বিষয়ে যাচাই করা উচিত। এই খবরে আমি খুবই কষ্ট পেয়েছি।' প্রসঙ্গত হেনরি অলঙারের টুইটার বার্তায় এই খবর ছড়ায় বলে জানা গিয়েছে, ভুল বার্তা ডিলিট করে তিনি নতুন একটি টুইট করেন,
আপনাদের জন্য রইল হেনরি অলঙার টুইটার বার্তা।
I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023