Advanced search options

Or


Any Questions? 8481800413

অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

হাওড়া শহর থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩০ রাউন্ড কার্তুজ, দুটি পিস্তল ও একটি রিভলভার। ব্যাঁটরা থানার একটি ডাকাতি কেসের তদন্তের সময় তদন্তকারী অফিসার ধৃত এক ব্যাক্তির থেকে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় ব্যাঁটরা থানা এলাকা অন্তর্গত একটি জায়গায় এক ব্যাক্তিকে আটক করে এবং তার কাছ থেকে ওই বিপুল পরিমানে অস্ত্র ও কার্তুজ পাওয়া যায়। ধৃত ওই ব্যক্তি আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা তদন্তে খতিয়ে দেখা হবে। ধৃত ব্যক্তি কোথা থেকে ও কার কাছ থেকে এই বিপুল পরিমানে অস্ত্র কিনে এনে বিক্রি করতে এসেছিল, সেটারও খোঁজ চলছে। খবর হাওড়া সিটি পুলিশের সৌজন্যে