Advanced search options
দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

বেশ কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় সরকারের তরফে পুজো কমিটিগুলির পাশে থাকার সিদ্ধান্ত নেন মমতা।গত বছর দুর্গাপুজোর অনুদান ছিল ৬০ হাজার টাকা। সেটা বাড়িয়ে বারোয়ারি প্রতি ৭০ হাজার টাকা করল রাজ্য সরকার, যা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো কমিটিগুলিকে সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপনের হোর্ডিং দেবে। পর্যটন থেকে শিল্প দফতর সরকারি কাজের হোর্ডং দেবে বারোয়ারি পুজোকে। সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলি। পুলিশের সঙ্গে সহযোগিতার জন্য স্কুলের পড়ুয়াদের স্বেচ্ছাসেবক রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির কথাও বলেন তিনি। এই বছর বিসর্জন করতে হবে ২৬শে অক্টোবরের মধ্যে। লক্ষ্মীপুজোর আগের দিন ২৭শে অক্টোবর হবে পুজোর কার্নিভ্যাল। পুজোর জন্য পুলিশ ও পরিবহনকে বাড়তি ব্যবস্থা নেওয়ার জন্য বলেন তিনি।