Advanced search options
মদনপুরে রেল অবরোধ

আজ সকাল থেকেই চরম ভোগান্তিতে রানাঘাট-শিয়ালদহ মেইনলাইনের নিত্যযাত্রীরা। রানাঘাট শিয়ালদহে একাধিক গ্যালোপিন ট্রেন মদনপুর স্টেশনে না দাঁড়ানোর অভিযোগে রেললাইনে নেমে অবরোধ করে নিত্যযাত্রীর একাংশ। এর জেরে শিয়ালদহ মেন শাখায় কাঁকিনাড়া, নৈহাটি, শ্যামনগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০-৪৫ মিনিট দেরিতে চলছে।এছাড়াও ৯ বগির ট্রেনের পরিবর্তে ১২ বগি ট্রেনেরও দাবি করেন তারা। এর ফলে চরম ভোগান্তিতে অফিস যাত্রী ও স্কুল পড়ুয়ারা।