Advanced search options

Or


Any Questions? 8481800413

কলকাতা পৌরসভার এলবিএস-দের পেন ডাউন করে প্রতিবাদ

ঘটনার সূত্রপাত শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক ব্যাক্তি ফোন করে এলবিএস নিয়ে কিছু সমস্যার কথা জানান। বলেন, এলবিএস প্রচুর টাকা চাইছেন। যার পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, এলবিএসরা লোক ধরে মুরগি করছেন। অনেকে আছেন, যাঁরা সারা বছর কাজ পান না। একটা কাজ পেলে এক বছরের টাকা তুলে নেন। এলবিএসদের দাবি, এই মন্তব্য শুধু তাঁদের আঘাত করেছে তাই নয়, সম্মানহানিও করেছে। এলবিএস অ্যাসেসিয়েশনের সম্পাদক মানস মজুমদার বলেন, আমরা যাঁরা পুরসভার তালিকাভুক্ত, তাঁরা প্রত্যেকেই শিক্ষিত ইঞ্জিনিয়ার। নিজের যোগ্যতায় কাজ করছি। কেন্দ্রের আইন আছে। এই পেশায় আমরা পারিশ্রমিক নিই। এখন খরচ অনেক বেড়েছে। কারণ পুরসভা প্রতি বর্গফুট অনুমোদনের জন্য নির্ধারিত মূল্য বাড়িয়েছে। একজন মেয়রের এমন মন্তব্যে নাগরিক মনে আমদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।