Advanced search options
ফিরহাদের জামাই যোগ দিলেন কংগ্রেসে

বাংলার রাজনীতিতে দলবদল এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু সেই দলবদলে দেখা যায় দুর্বলের দিক থেকে শক্তিশালীর দিকেই যান বেশির ভাগ নেতানেত্রী। কিন্তু শনিবারের ( ১৯ শে আগস্ট) বারবেলায় কিছুটা ‘ব্যতিক্রমী’ দলবদল হয়ে গেল প্রদেশ কংগ্রেস দফতরে। শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে শামিল হলেন যুব তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। তাঁর হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসে যোগ দিয়ে ইয়াসির বলেন, ‘‘যে দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে থেকে রাজনীতি করা যায় না। তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকে। অধীর চৌধুরীর নেতৃত্বে কাজ করতে আমি শতাব্দীপ্রাচীন দলে শামিল হলাম।’’