Advanced search options
আনারকলি পরে কত্থক নাচ রণবীর-টোটার


রঙিন শিফন শাড়িতে নায়িকার নাচ, সেই ফ্যামিলি ড্রামা - এই সব তো থাকেই করণ জোহরের ছবিতে। এবার ছবি ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ আপাতদৃষ্টিতে সে কথাই বলবে। ছবিতে চার্মিং মেনস্ট্রিম হিরো রীতিমতো নাচের পোশাক পরে কত্থক নাচছেন, তাও আবার আরেক পুরুষ অভিনেতার সঙ্গে, এমনটা কি তাঁর ছবিতে ভাবা যেত? আজ্ঞে হ্যাঁ। পুরুষ অভিনেতাদের ডুয়েট ব্যাপারটা কিন্তু নতুন নয়। কিন্তু এখানে বলিউডি ধাঁচের নাচ নয়, কত্থকের মতো ক্লাসিকাল নৃত্যশৈলীতে পা মিলিয়েছেন দুই অভিনেতা, রণবীর সিং এবং টোটা রায়চৌধুরী। ‘দেবদাস’ ছবির সেই গান ‘ডোলা রে’, যেখানে মাধুরী আর ঐশ্বর্যর যুগলবন্দিতে বুঁদ হয়ে ছিল দর্শক, সেই গানেই নাচলেন দুই পুরুষ চরিত্র। সিনেমায় যাঁরা সম্পর্কে জামাই এবং হবু শ্বশুর। এমনিতে গড়পড়তা ভারতীয় সমাজ যে ছক মেনে চলে, সেই ছককেই বরাবর মান্যতা দিয়েছে করণ জোহরের ছবি।