Advanced search options
গত তিন মাস ধরে জ্বলছে মণিপুর।

মণিপুরে ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। প্রাণ বাঁচাতে হিংসা বিধ্বস্ত এই রাজ্য থেকে মায়ানমারে আশ্রয় নিয়েছিলেন প্রায় দুশোর বেশি মানুষ। অবশেষে সুরক্ষিত অবস্থায় তাঁদের সকলকে মণিপুরে ফিরিয়ে আনল ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, শুক্রবার বিকেলে ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মোরেতে প্রায় ২১২ জন নাগরিককে ফিরিয়ে আনা হয়। উল্লেখ্য, তাঁদের মধ্যে বেশিরভাগই মেইতেই সম্প্রদায়ের। সীমান্তে ওই প্রত্যাবর্তনকারীদের ভারতীয় সেনাবাহিনীর অসম রাইফেলস এবং গোর্খা রেজিমেন্টের আধিকারিকরা স্বাগত জানান। ভারতীয় সেনার কাজে সন্তুষ্ট হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। শুক্রবার রাতে টুইটারে তিনি লেখেন, ‘মণিপুরের অশান্তির জেরে মোরে শহর থেকে চলে যাওয়া ২১২ জন ভারতীয় নাগরিককে মায়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে।’ তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী।