Advanced search options
এবার চন্দ্রযান-৩ পৌঁছল মিষ্টির দোকানে

চাঁদের খুবই নিকটে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩। এই সাফল্যের জন্য ইসরোকে সম্মান জানাতে ৯০ কেজি ক্ষীরের খোয়া আর সাদা চকলেট দিয়ে চন্দ্রযান-৩ তৈরি করলেন দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির মামড়া বাজারের এক মিষ্টি বিক্রেতা। চন্দ্রযানকে হুবহু বাস্তবের মতো করতে লাগানো হয়েছে রঙিন এলইডি লাইটও। মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে এই চন্দ্রযান দেখতে উপচে পড়েছিল ভিড়। জানা গিয়েছে, আগামী ২৩শে আগস্ট পর্যন্ত এই ক্ষীরের চন্দ্রযান-৩ শোভা পাবে ওই দোকানের সামনে।