Advanced search options

Or


Any Questions? 8481800413

রোহিতের অধিনায়কত্বের সমালোচনায় শোয়েব

বিশ্বকাপের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। রোহিত শর্মার জন্য অ্যাসিড টেস্ট অপেক্ষা করছে। বিরাট কোহলি আইসিসি ট্রফি জেতাতে ব্যর্থ হওয়ার পর অনেক প্রত্যাশা নিয়ে রোহিতকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু টি-২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দল ব্যর্থ হয়। বিশ্বকাপ রোহিতের কাছে শেষ সুযোগ। শেষবার ভারতে যখন বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, এমএস ধোনির নেতৃত্বে জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে আর কোনও বিশ্বকাপ জেতেনি ভারত। রোহিতের নেতৃত্বের সমালোচনা করেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করেন, তাঁর অধিনায়কত্ব গ্রহণ করা উচিত হয়নি। শোয়েব বলেন, 'এক সময় একজন ছিল যে পুরো দলের চাপ নিজের ওপর নিয়ে নিত। ধোনি এরকমই ছিল। শুধুমাত্র একজন অধিনায়ক গোটা দলের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে পারে। রোহিত দারুণ মানুষ। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে একটু ঘাবড়ে যায়, প্যানিক করে। হয়তো এই কথাগুলো শুনতে কঠোর লাগবে। আমার মনে হয় ওর অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি। এমনকী বিরাট কোহলিও ওর মতো প্রতিভাবান নয়। অসাধারণ টাইমিং। অনবদ্য শট প্লে। ক্লাসিক্যাল ব্যাটার। তবে ও কি অধিনায়ক হওয়ার যোগ্য? আমি নিজেই নিজেকে প্রশ্ন করি। কঠিন পরিস্থিতিতে কি সঠিক সিদ্ধান্ত নেয়? এই প্রশ্নগুলো আমার নিজের কাছে। ওরও নিজেকেও এই প্রশ্ন করা উচিত।' এশিয়া কাপের দল নির্বাচন করতে সোমবার দিল্লিতে বৈঠকে বসবে নির্বাচক কমিটি। মিটিংয়ে যোগ দেবেন রোহিতও। ভারত এখনও এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল ঘোষণা করেনি। পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দলও ঘোষণা করে দিয়েছে।