Advanced search options

Or


Any Questions? 8481800413

সিডনিতে মেয়েদের বিশ্বকাপ ফাইনাল

রবিবার সিডনির অলিম্পিক্স স্টেডিয়ামে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ইংল্যান্ড। দু’দলের কেউই আগে কোনও দিন বিশ্বকাপ জেতেনি। স্পেন এবং ইংল্যান্ডের ফাইনাল হবে রবিবার, দুপুর সাড়ে ৩টে থেকে। ভারতে ডিডি স্পোর্টস চ্যানেলে নির্দিষ্ট সময়ে সরাসরি সম্প্রচার দেখা যাবে।ফ্যানকোড অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন থাকলে মোবাইলে খেলা দেখতে পাওয়া যাবে।