Advanced search options
রজনীকান্তের বদ অভ্যাস

দক্ষিণী ছবির দুনিয়ার অন্যতম উজ্বল নক্ষত্র রজনীকান্ত। সিনেমার মতোই তাঁর জীবন। বাসের কন্ডাক্টর থেকে রূপোলি পর্দার এক নম্বর নায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের একটি বদ অভ্যেস নিয়ে খোলামেলা আলোচনা করলেন ‘থালাইভা’। অভিনেতা নিজেই স্বীকার করেছেন, একটা সময় ছিল, যখন তিনি রোজ মদ্যপান করতেন। সঙ্গে ছিল আমিষ খাবার। এ ছাড়াও ছিল ধূমপানের নেশা। তবে মদে আসক্তি যে তাঁর জীবনের সব থেকে বড় ভুল, তা-ও স্বীকার করে নেন অভিনেতা।