Advanced search options

Or


Any Questions? 8481800413

অসুস্থ সূর্যকান্ত মিশ্র

বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, এবার আরো এক সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র অসুস্থ; অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আচমকাই বুকে ব্যথার কারণে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা আপাত স্থিতিশীল। তবে কিছুদিন হাসপাতালে ভর্তি থাকবেন সূর্যকান্ত বাবু, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে।