Advanced search options
রবিবার রাত থেকে মেঘভাঙা বৃষ্টি এবং ধসের জেরে হিমাচল প্রদেশের জনজীবন বিপর্যস্ত

ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং ধসের কারণে গত চার দিনে হিমাচল প্রদেশে মারা গিয়েছেন অন্তত ৬০ জন। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৮। শিমলায় ধসের কারণে দু,’জনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। ধসপ্রবণ এলাকায় ঘরবাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন তিনি। ধসের কারণে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতের দায়িত্ব সরকার নেবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ধস নামার কারণে কালকা থেকে শিমলা যাওয়ার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসম ভবনের প্রধান এম মহাপাত্র জানিয়েছেন, বর্ষার সময় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল স্বাভাবিক অবস্থানের তুলনায় উত্তরে রয়েছে। এখন হিমালয়ের পাদদেশে রয়েছে সেই নিম্নচাপ অঞ্চল। অনুমান, সে কারণেই হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে অনবরত ভারী বৃষ্টি হয়ে চলেছে।
মৌসম ভবন সূত্রে আরো জানা গেছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওড়িশা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ।Pray of Himachal. These devastating visuals are from Shimla. Kalka - Shimla railway track washed away in the floods. As per reports, 29 people have lost their lives in the cloud burst. #HimachalPradesh #Shimla #CloudBurst #Floods #StaySafe #Bharat pic.twitter.com/dINaGdpEXN
— Abinash Panda (@AbinashReeco) August 14, 2023