Advanced search options
এবার থেকে পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপালের সঙ্গে

সম্প্রতি রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি ছিল। অন্যদিকে ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ, জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার থেকে পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপালের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্যার জন্য। রাজভবনের (Raj Bhavan) এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমনে সামনে। রাজভবনে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারবেন পড়ুয়ারা। তবে ১২ ঘণ্টা আগে মেল বা ফোন করে রেজিস্টার করতে হবে সেই পড়ুয়াকে । ফোন করে যোগাযোগের নম্বর- ০৩৩-২২০০-১৬৪১
মেল আইডি- Aamnesaamne.rajbhavankolkata@gmail.com রাজ্য ও রাজ্যপালের সম্পর্ক কেমন থাকবে সেতো সময় বলবে তবে আমনে সামনে কি বিতর্ক তৈরি করে না বিতর্ক মেটায় সেটাই এখন দেখার বিষয়।