Advanced search options
কানাডায় ভেঙে চুরমার বিমান

কানাডার আলবের্টা প্রদেশের ক্যালগ্যারি শহরে পাহাড়ে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল সিঙ্গেল ইঞ্জিন পিপার পিএ-৩২ বিমানটি। চালক ছাড়াও ওই বিমানটিতে পাঁচ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। সম্ভবত, পাহাড়ে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। কানাডা পুলিশের উদ্ধারকারী দল ক্যালগ্যারি থেকে অন্তত ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাহাড় মাউন্ট বোগার্টে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। কিন্তু কোনও যাত্রী বা সওয়ারিকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। তবে ঠিক কী ভাবে কোন পরিস্থিতিতে বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।