Advanced search options
সোমেন-স্মরণে


সোমেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার আমহার্স্ট স্ট্রিটে স্মরণ অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, তৃণমূলের কুণাল ঘোষ প্রমুখ। ছিলেন বাম আইনজীবী ফিরদৌস শামিমের মতো নেতারা। অনুষ্ঠানে পরে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি- বিরোধী জোট 'ইন্ডিয়া' তৈরি হওয়ার পরে এই রাজ্যে তাদের চেহারা এই প্রথম দেখা গেল! তবে সব নেতার কথার সারবত্তা ছিল, সোমেন মিত্র ছিলেন রাজ্য রাজনীতির এক অন্যতম ব্যক্তিত্ব আর তাঁর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন আয়োজকরা তাদের তাই তাঁরা গিয়েছেন। এর সঙ্গে সর্বভারতীয় জোট রাজনীতির কোনও সম্পর্ক নেই।